বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের রক্ষাকালী মন্দিরের দান বাক্স চুরির নাটকীয় ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার দুপুর ২টায় কালী মন্দির কমিটি ও সমাজ উন্নয়ন কমিটির যৌথ উদ্যোগে মন্দির প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজ উন্নয়ন কমিটির সভাপতি হরিপদ মজুমদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর কমল মজুমদার, কালী মন্দির কমিটির সভাপতি পরিমল মজুমদার, সম্পাদক রমেশ মজুমদার ও উপজেলা যুব ঐক্যের আহŸায়ক স্বপন মজুমদার প্রমুখ। বক্তারা বলেন, কালী মন্দির ও দুর্গাপূজা মন্দির ২টি আলাদা প্রতিষ্ঠান। দুই প্রতিষ্ঠানের দান বাক্সও আলাদা আলাদা। দুর্গাপূজা চলাকালীন সময়ে দর্শনার্থীরা উভয় দান বাক্সে প্রনামী দিয়ে থাকেন। আমরা কালী মন্দির কমিটির নেতৃবৃন্দ দুর্গাপূজার শেষ দিনে কালী মন্দিরের দান বাক্স নিজেদের হেফাজতে নিয়ে আসি। এখানে কোন চুরির ঘটনা ঘটেনি। এতে দুর্গাপূজা কমিটির নেতৃবৃন্দ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হারুন-অর রশিদ শাহেদের প্ররোচনায় কালী মন্দির কমিটি দান বাক্স চুরি করেছে বলে যে অপবাদ দেওয়া হয়, তা সত্য নয়। দুর্গাপূজা কমিটির সভাপতি খগেন্দ্র মজুমদারের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন প্রকার বক্তব্য প্রদান করতে অস্বিকৃতি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।