Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শহীদুল্লাহ ফরায়জী ও মুরাদ নূরের বেসামাল

| প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 বিনোদন ডেস্ক: বিশিষ্ট গীতিকবি শহীদুল্লাহ ফরায়জীর কথায় তরুণ সুরকার মুরাদ নূরের সুরে এবং মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে ‘বেসামাল’ শিরোনামে গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী বঙ্গ শিমুল। স¤প্রতি দুবাইয়ের মনোরম লোকেশনে গানটির মিউজিক ভিডিওর শূটিং হয়। ভারত ও দুবাইয়ের যৌথ প্রোডাকশন হাউজ এ্যাবসুলেট মিডিয়ার তত্ত¡াবধানে শিবলী সাদিকের পরিচালনায় পূজা তালুকদারের সাথে মডেল ছিলেন আইয়ুব খান। শহীদুল্লাহ ফরায়জী বলেন, গানটিতে কণ্ঠশিল্পী বঙ্গ শিমুল আশানুরূপ কণ্ঠ দিয়েছেন। সুরকার মুরাদ নূর তার সুর দিয়ে ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়েছে। শিমুল আর শিবলী সাদিক ব্যাপক আয়োজনে ব্যয়বহুল কাজটি করেছেন। শুভকামনা তাদের সবার জন্য। মুরাদ নূর বলেন, ফরায়জী ভাই আর আমার করা অন্য কাজগুলোর মতো বেসামাল ও খুব যতœ নিয়ে করেছি। বঙ্গ শিমুল আমার কাছে বেশ পরীক্ষিত কণ্ঠ, তার সম্ভাবনা খুবই উজ্জ্বল। বঙ্গ শিমুল বলেন, ফরায়জী স্যার আর মুরাদ নূর'র সৃষ্টি করা গান করবো এটা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। কাজটি সুন্দরভাবে শেষ করাতে নিজকে সফল ভাবছি। বেসামাল গানটি শিঘ্রই ধ্রæব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ