Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাইফ আলি খান অভিনীত ‘শেফ’ মুক্তি পাচ্ছে কাল

| প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


আগামীকাল ‘শেফ’ ফিল্মটি মুক্তি পাচ্ছে। একই দিনে এটিসহ ১০ বা ১১টি ফিল্ম মুক্তি পাবার কথা।
ড্রামা ফিল্ম ‘শেফ’ মুক্তি পাবে আলাম্ব্রা এন্টারটেইনমেন্ট, অ্যাবানডেনশিয়া এন্টারটেইনমেন্ট এবং ব্যান্ড্রা ওয়েস্ট পিকচার্সের ব্যানারে। বিক্রম মালহোত্রা, ভূষণ কুমার, কৃষণ কুমার, জননী রবিচন্দ্রন এবং রাজা কৃষ্ণ মেনন চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। রাজা কৃষ্ণ মেননের পরিচালনায় অভিনয় করেছেন সাইফ আরি খান, সোয়ার কাম্বলে, পদ্মপ্রিয়া, চন্দন রায় সান্যাল, শায়ান মুন্সি এবং রাসেল পিটার্স; অতিথি ভূমিকায় আছেন কারিনা কাপুর খান। রঘু দীক্ষিত চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন।
এই সপ্তাহে আরও মুক্তি পেতে পারে ‘রাঁচি ডায়েরিজ’ (৫ অক্টোবর), ‘তু হ্যায় মেরা সানডে’, ‘টোয়েন্টি সিক্সটিন দি এন্ড’, ‘কল ফর ফান’, ‘রক্তধর’, ‘বাবুজি এক টিকেট বাম্বাই’, ‘মুয়াবজা জমিন কা পেয়সা’ এবং ‘ইশক কা জামানা’। এগুলোর বাইরে তারকা আছে এমন দুটি ফিল্ম মুক্তি পাবে। এর প্রথমটি হল অনন্ত নারায়ণ মহাদেবন পরিচালিত এবং জেরিন খান আর গৌতম রোড়ে অভিনীত ‘আকসার টু’। অন্যটি দীপক শিবদাসানি পরিচালিত এবং রাই ল²ী আর রব কিষণ অভিনীত ‘জুলি টু’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ