বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। ১১ অতিরিক্ত সচিবের দপ্তর বদল ও ছয় যুগ্মসচিব পদে বদলী করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আজ বুধবার অবসরে যাচ্ছেন হেদায়েতুল্লাহ আল মামুন। অবসরে যাওয়ার সুবিধার্থে গতকাল মঙ্গলবার মামুনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী বিসিএস ১৯৮৪ ব্যাচের অডিট অ্যান্ড অ্যকাউন্টস ক্যাডারের এই কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হবেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় চাপের মুখে আতিউর রহমান গভর্নরের পদ ছাড়লে গতবছর ১৬ মার্চ সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে সময় সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল মুসলিম চৌধুরীকে। চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের নুরুল আলম চৌধুরী ছেলে মুসলিম চৌধুরী অনলাইন বেতন নির্ধারণ ও সরকারি কর্মচারী পেনশন ডাটাবেইজ তৈরির জন্য চলতিবছর জনপ্রশাসন পদক পান। মুসলিম চৌধুরীকে নিয়ে বর্তমানে জনপ্রশাসনে সিনিয়র সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব এবং সচিব পদমর্যদার কর্মকর্তার সংখ্যা ৭৯ জন।
এছাড়া ১১ অতিরিক্ত সচিবের দপ্তর বদল ও ছয় যুগ্মসচিব পদে বদলী করা হয়েছে। এরা হলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেমায়েত হোসেনকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব স্বপন কুমার বড়ালকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ করে তাকে মন্ত্রিপরিষদ বিভাগে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক সঞ্জয় কুমার চৌধুরীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। অর্থবিভাগের অতিরিক্ত সচিব জালাল আহমেদকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের মহাপরিচালক ড. দিলীপ কুমার সাহাকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ তালুকদারকে অর্থবিভাগের অতিরিক্ত সচিব. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহাকে অর্থবিভাগের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজ উদ্দিন আহমদেকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য মিজানুর রহমানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে- ভূমি আপিল বোর্ডের সদস্য কবির মো. আশরাফ আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।