Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনাবাহিনীর হাতে ১০ হাজার রোহিঙ্গা পরিবারের জন্য যুবলীগের ত্রাণ সামগ্রী হস্তান্তর

| প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

রোহিঙ্গা সম্যসার স্থায়ী সমাধান করবেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা
যুবলীগ চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার: সংগঠনের চেয়ারম্যানের নেতৃত্বে যুবলীগ কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর, মহানগর দক্ষিণ, চট্টগ্রাম বিভাগের প্রত্যেক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ১০ হাজার রোহিঙ্গা পরিবারের জন্য ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছে যুবলীগ কেন্দ্রীয় কমিটি। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় কক্সবাজারের উখিয়া ডিগ্রী কলেজ মাঠে সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল রহমান, লে. ক. মাইন ও লে. ক. রাশেদের কাছে এ ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যেমন গঙ্গার পানি চুক্তি করেছেন, পার্বত্য শান্তি চুক্তি করেছেন, ছিটমহল সমস্যার সমাধান করেছেন, সমুদ্র সীমানা বাড়াতে পেড়েছেন তিনিই পারবেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা সম্যসার স্থায়ী সমাধান করতে।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব সাইফুজ্জামান শিখর, যুব লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান, এড. বেলাল হোসাইন, শাহজাহান ভ্ইুয়া মাখন, জাকির হোসেন খাঁন, শেখ আতিয়ার রহমান দিপু, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, নাসরিন জাহান শেফালী, সাংগঠনিক সম্পাদক মুহা: বদিউল আলম, আসাদুল হক আসাদ, ফারুক হাসান তুহিন, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুর রহমান মিজু, শফিকুল ইসলাম, এ্যাড. কায়সার আহম্মেদ, ইকবাল মাহমুদ বাবলু, সহ সম্পাদক কাজী মারুফুল ইসলাম বিপ্লব, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহরাব হোসেন স্বপন, সহসভাপতি সোহরাব হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি টিপু সুলতান চৌধুরী, উত্তর জেলার সাধারণ সম্পাদক এসএম রাশেদুল আলম, চট্টগ্রাম মহানগর যুবলীগ যুগ্ম আহŸায়ক দেলোয়ার হোসেন, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, বান্দরবন জেলা যুবলীগের আহবায়ক মোহম্মদ হোসাইন, খাগরাছাড়ি জেলা যুবলীগের ভারপ্রাপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান হেলাল, সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, কক্সবাজার জেলা সভাপতি মো. খোরশেদ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমূখ। ###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ