বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, বিশে^ শোষণ-পীড়ণ-প্রতারণার বিরুদ্ধে নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের বলায়াবৃত অঞ্চলে আধিপত্য, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ হাসিলের কাজে সংস্থাটিকে ব্যবহার করার অশুভ খেলা খেলছে। এক্ষেত্রে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রই---যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও বৃটেন অভিন্ন ভ’মিকায় অবতীর্ণ হয়েছে।
তিনি এক বিবৃতিতে বলেন, রাশিয়া ও চীনের আপত্তির কারণে রাখাইনে (আরাকান) মিয়ানমার সেনাবাহিনীর বর্বরোচিত সহিংসতার নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদ আলোচনার পর বিবৃতি দিতে পারেনি। কারণ রোহিঙ্গা সঙ্কটে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের জড়িত হওয়ার বিষয়ে ঘোর বিরোধিতা করেছে চীন এবং রাশিয়া। একইভাবে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও বৃটেন বিপক্ষে অবস্থান গ্রহণ করায় কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুতে নিরাপত্তা পরিষদ বিগত ৭০ বছরে ও কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষে রাশিয়া ও চীনের অবস্থান মিয়ানমার এককালের স্বাধীন আরাকান দখল করে আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।