Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার কৃতিত্ব

| প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

গত ৩০ সেপ্টেম্বর, শনিবার, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মুসলিম হলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘আরবি ভাষা ও ইসলামি জ্ঞান’ বিষয়ক বিভাগীয় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সাড়াজাগানো প্রতিযোগীতায় চট্টগ্রাম বিভাগের সকল জেলা থেকে উত্তীর্ণ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। এই প্রতিযোগীতায় ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদারাসার ফাজিল অনার্স ৪র্থ বর্ষের ছাত্র হাফেজ আবুল হাসান মোহাম্মদ বায়েজীদ প্রথম স্থান অধিকার করে। টএঈ এর সম্মানিত চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান এই কৃতি বিজয়ীর হাতে ক্রেষ্ট ও উপহার তুলে দেন। মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান এই বিজয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং এরকম যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করার জন্য আরবি বিশ্ববিদ্যালয়ের মুহাতারাম ভিসি প্রফেসর ড. আহসান উল্লাহকে ধন্যবাদ জানান। জাতীয় পর্যায়ে বিজয় অক্ষ‚ন্ন রাখতে মাদারাসার সভাপতি এ এম এম বাহাউদ্দীন, সহ-সভাপতি মঈনুদ্দীন, বিদ্যোৎসাহী সদস্য অধ্যক্ষ শাব্বির আহমদ মোমতাজী, মাদরাসার সম্মানিত শিক্ষকগণ, আত্মীয়-স্বজন ও দেশবাসীর দোয়া কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ