বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জামসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার স্টেশন রোডস্থ নুপুর শপিং কমপ্লেক্সের নীচতলা থেকে সরঞ্জামসহ ডাকাতদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল বাদশা মিয়া (১৯), মোঃ সুমন (২২), মোঃ কাশেম আলী (২৮) ও মোঃ সাব্বির হোসেন (২০)। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ২টি ছুরি, ১টি স্ক্রু, ২টি মোবাইল, ৩টি শপিং ব্যাগ, ২টি বিছানার চাদর, ১টি লোহার প্লেট বার, ১টি ট্রাভেল ব্যাগ, ১টি লোহা কাটার যন্ত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, নগরীর লালদীঘি জেলা পরিষদ মার্কেটে ডাকাতির উদ্দেশে তারা সমবেত হয়েছে। তারা ইতোপূর্বে চট্টগ্রাম মহানগর, জেলা, ঢাকা মহানগর, কুমিল্লা জেলা, নোয়াখালী জেলা, বগুড়া জেলার বিভিন্ন থানা এলাকার বিভিন্ন মার্কেটসহ বাসাবাড়িতে সংঘবদ্ধভাবে অপরাধমূলক কাজ করেছে বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।