Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কঙ্গনার বিরুদ্ধে উত্ত্যক্ত করা অভিযোগ হৃতিকের

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

হৃতিক রোশন আর কঙ্গনা রানৌতের মধ্যের বিরোধ আপাতত মীমাংসা হচ্ছে না বলেই মনে হচ্ছে। জানা গেছে অভিনেতাটি ‘কুইন’ অভিনেত্রীটির বিরুদ্ধে পুলিশের কাছে ২৯ পৃষ্ঠার লিখিত এক অভিযোগ জমা দিয়েছেন। এই অভিযোগনামায় কঙ্গনার বিরুদ্ধে উত্ত্যক্ত করার বিশেষ বর্ণনা রয়েছে।
‘মহেঞ্জোদারো’ তারকাটি পুলিশের কাছে তার ল্যাপটপ আর মোবাইলফোন জমা দিয়েছেন। আইনজীবীর মাধ্যমে তিনি জানিয়েছেন এই যন্ত্রগুলোতে রানৌতের ‘যৌন ইঙ্গিতপূর্ণ ইমেইলের নিদর্শন’ আছে। এর কোনও কোনও ইমেইল বার্তায় কঙ্গনা নাকি তাকে তার ‘চিরন্তন প্রেমিক’ বলেও উল্লেখ করেছেন।
এরও আগে কঙ্গনা হৃতিক আর তার বাবা চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশনের বিরুদ্ধ তাকে হয়রানির অভিযোগ করেন। তিনি সেসময় বলেন তাদের মধ্যে বিবাদ শেষ হয়নি কারণ তিনি তাদের কাছ থেকে দুঃখ প্রকাশ দাবী করেন।
কঙ্গনা এক সাক্ষাতকারে হৃতিককে তার প্রাক্তন প্রেমিক বলে উল্লেখ করলে তাদের মধ্যে বিরোধের সূচনা হয়। তিনি বলেন, “আমি বুঝি না প্রাক্তন প্রেমিকরা কেন মনোযোগ আকর্ষণের জন্য হাস্যকর কাজ করে।”
একান্ত বিষয় প্রকাশের জন্য তিনি হৃতিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দেন। হৃতিকও ভুয়া আইডি থেকে ইমেইল করার অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে সাইবারক্রাইম বিভাগে অভিযোগ লিপিবদ্ধ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ