Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজিতপুরে প্রবাসীর স্ত্রীকে ঘরে আটকে নির্যাতন

| প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বাজিতপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বাহেরনগর গ্রামের সৌদি প্রবাসী সেলিম চৌধুরীর স্ত্রী ও কন্যাকে ঘরে আটকে রেখে তার বড় ভাই মুছা মাস্টার ও তার লোকজন বেধড়ক মারপিট করে আহত করে। পরে তালা দিয়ে আটকে রাখে। খবর পেয়ে প্রবাসীর স্ত্রীর বড় ভাই মোবারক হোসেন পুলিশ নিয়ে গিয়ে তালাবদ্ধ ঘর থেকে তার বোন ও ভাগনিকে উদ্ধার করে। প্রবাসীর স্ত্রী রায়হানা (৩০) ও সেতু (১৩)কে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ব্যপারে আহতের বড়ভাই বাদী হয়ে বাজিতপুর থানায় একটি এজাহার দাখিল করেছে। এ ব্যপারে আহত রায়হানা ও তার ভাই জানান, বিভিন্ন সময় মুছা মাস্টার নানা অযুহাতে রায়হানার উপর অত্যাচর, নির্যাতন করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ