Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সত্য ন্যায়ের আদর্শ সমুন্নত রাখাই কারবালার শিক্ষা

| প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত
চট্টগ্রাম ব্যুরো : বন্দরনগরীসহ বৃহত্তর চট্টগ্রামে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র আশুরা দশই মহররম গত রোববার পালিত হয়েছে। এ উপলক্ষে সর্বত্র দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা, সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচকগণ বলেছেন, অন্যায়ের কাছে মাথা নত না করে সত্য ও ন্যায়ের পথে এবং আদর্শবাদিতাকে সমুন্নত রাখাই কারবালার শিক্ষা। নতুন প্রজন্মের কাছে আশুরার আদর্শ এবং কারবালার শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে। কারবালার বিয়োগান্ত ঘটনার মধ্যদিয়েই ইসলাম আরও বিকশিত হয়েছে বিশ্বের সর্বত্র। পবিত্র আশুরা উপলক্ষে বন্দরনগরীতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে এক থেকে দশই মহররম পর্যন্ত শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট আলেম-মাশায়েখগণ সামিল হন।
আনজুমান ট্রাস্ট
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় দিনব্যাপী বিস্তারিত কর্মসূচির মাধ্যমে পবিত্র শোহাদাতে কারবালা পালিত হয়েছে। এ উপলক্ষে পবিত্র গেয়ারভী শরীফ নগরীর ষোলশহরে আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হয়। এতে স¦াগত বক্তব্যে ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মহানবী (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) ন্যায় ও সত্যের আদর্শকে সমুনèত রাখতে আপসহীন ছিলেন। বিশ্ব পরিস্থিতির বর্তমান প্রেক্ষাপটে কারবালার চেতনা ও শিক্ষায় আমাদের উজ্জীবিত হতে হবে। কারবালার ঘটনাপ্রবাহ থেকে শিক্ষাগ্রহণ করে অন্যায় অসত্য ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে গণতান্ত্রিক কল্যাণময় ও সুন্নী মতাদর্শে উজ্জীবিত সমাজ গঠন করাই আজ সময়ের দাবী। এতে আলোচকগণ বলেন, হযরত ইমাম হোসাইনের (রাঃ) আত্মত্যাগের কারণে ইসলামের মহিমা উজ্জ¦ল হয়েছে। ইসলাম পেয়েছে নব চেতনা ও শক্তি। ইয়াজিদরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হলেও বর্তমানে ইয়াজিদী প্রেতাত্মারা বিশ্বে সক্রিয় এবং মুসলমানদের ঐক্যে ফাটল সৃষ্টি করে আত্মঘাতী সংঘাতে ঠেলে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। মাহফিলে বক্তব্য রাখেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রধান ফকিহ মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমানসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম। মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আলকাদেরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের জয়েন্ট জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, এ্যাসিসটেন্ট জেনারেল সেক্রেটারী এসএম গিয়াস উদ্দিন শাকের, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, আনজুমান ট্রাস্টের সদস্য মুহাম্মদ নূরুল আমিন, মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার প্রমুখ। মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ