Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাজাহানপুরে বনানী-শাবরুল সড়ক বিচ্ছিন্ন

| প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

চার মাসেও মেরামত করেনি প্রকৌশল বিভাগ
বিশেষ সংবাদদাতা , বগুড়া ব্যুরো : বগুড়ার শাজাহানপুরের বনানী-শাবরুল সড়কের গন্ডগ্রাম এলাকায় একটি আর.সি.সি পাইপ প্রায় ৪ মাস আগে ভেঙ্গে পড়েছে। ফলে সড়কটি বিচ্ছিন্ন হয়েছে। বিচ্ছিন্ন হওয়া সড়কটি এখনো মেরামত করেনি উপজেলা প্রকৌশল বিভাগ। এর ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ওই সড়কে চলাচলকারী পথচারীরা। স্থানীয়দের উদ্যোগে রাস্তার মাটি কিছুটা সমান করে রিক্সা-ভ্যান-সিএনজি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। সেদিক দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে ছোট-খাট যানবাহন চলাচল করায় দেখা দিয়েছে প্রাণহানীর শঙ্কাও।
জানা গেছে, মালামাল পরিবহন ও পথচারি চলাচলের ক্ষেত্রে বনানী-শাবরুল সড়কটি শাজাহানপুরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করতো। গত মে মাসের শেষে গন্ডগ্রাম এলাকায় পানি নিষ্কাশনের একটি আর.সি.সি পাইপ ভেঙ্গে পড়ে সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে রাণীরহাট, বিরাহিমপুর, জোড়া, মাথাইল চাপড়, শাবরুল, এরুইল, মালঞ্চা, দুর্গাপুরসহ বেশ কয়েকটি এলাকার মানুষেরা পড়েছে চরম দুর্ভোগে। স্থানীয়রা অভিযোগ করেছে, নি¤œমানের সামগ্রী দিয়ে ওই আর.সি.সি পাইপ তৈরি করার কারণেই তা ভেঙ্গে পড়েছে ।
গন্ডগ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ি ফজলে এলাহী বাবু জানিয়েছেন, সড়কটি বিচ্ছিন হওয়ার পরও উপজেলা প্রকৌশল বিভাগ মেরামতের কোন উদ্যোগ নেয়নি। তাই তারা নিজ উদ্যোগে রাস্তার উত্তরধারের মাটি কিছুটা সমান করে রিক্সা-ভ্যান-সিএনজি চলাচলের ব্যবস্থা করেছে। রাস্তাটির বিচ্ছিন্ন হওয়া অংশের উত্তর এবং দক্ষিণধারে গভীর খাদ থাকায় অত্যন্ত ঝুঁকি নিয়ে যাত্রীবাহী অটোরিক্সা চলাচল করছে।পথচারীদের দুর্ভোগ লাঘব এবং বড় ধরণের দুর্ঘটনা এড়াতে জরুরী ভিত্তিতে রাস্তাটি মেরামত করা প্রয়োজন। এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন জানান, সড়কটি মেরামতের জন্য টেন্ডার দেওয়া হয়েছে । আগামী মাসেই কাজ শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ