বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাবি রির্পোটার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের ভিতর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাত ২ দিকে হলের টিভি রুমের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাময়িক আতঙ্ক বিরাজ করে।
হলের সাধারণ শিক্ষার্থীরা জানান, রাত ২টার দিকে হলের টিভি রুমের সামনে থেকে একটি বিকট শব্দ শোনা যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনার কিছুক্ষন পড়ে হল শাখা ছাত্রলীগ তাৎক্ষনিক ভাবে প্রতিবাদ মিছিল বাহির করে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও জোহা হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বরজাহান আলী বলেন, আজকের দিনে শিবিরকে এই হল ছাড়া করা হয়েছিল। তাই তারা পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তারা বিভিন্ন সময় ছাত্রলীগ নেতাদের ভয়-ভীতি দেখানোর চেষ্টা করছে। তবে আমরা তাদেরকে ভয় পাই না।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. গোলাম ছাদিক বলেন, ‘গভীর রাতে হলের বাহিরে বিকট শব্দ শোনা গেলেও সেখানে গিয়ে কিছু দেখতে পাওয়া যায়নি। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘ককটেল বিস্ফোরণের খবর এখনো শুনিনি। এ বিষয়ে খোঁজ নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।