Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে বরিশালে জমিয়াতে হিজবুল্লাহর মানববন্ধন

| প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বর নির্যতনের প্রতিবাদে গতকাল বরিশালে জমিয়াতে হিজবুল্লাহর উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বরিশাল টাউন হল প্রাঙ্গনে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তাগন অবিলম্বে মানবতার শত্রæ মায়ানমার সরকারকে বয়কটের জন্য সারা বিশ্বের সরকারগুলোর প্রতি আহবান জানান হয়। মানবন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ছারছিনার পীর ছাহেবের বড় ছাহেবজাদা এবং সিনিয়র নায়েবে আমীর আলহাজ হজরত মাওলানা আবু নসর নেসার উদ্দিন আহমেদ হোসাইন, ছারিছনা মাদ্রাসার প্রিন্সিপাল ড. শারাফত আলী এবং বরিশাল জামে এবাদুল্লাহ মছজিদের খতিব আহাজ হজরত মাওলানা নুরুর রহমান বেগ সহ বিশিষ্ট ওলামায়ে কেরামগন বক্তব্য রাখেন। বক্তাগন রোহিঙ্গা মুসিলমদের আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সারা বিশ্বের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদেরকে এ সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার আহবান জানান। বক্তাগন রোহিঙ্গা মুসলিমদের জন্য মানবিক সহায়তা প্রদানেও দেশবাশী সহ বিশ্ববাশীর প্রতি আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ