Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

| প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের নলডাঙ্গায় স্ত্রী উম্মে বেগমকে (৩৬) হত্যার দায়ে স্বামী শামছুল আলম শেখকে (৪৫) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম এই আদেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের সাহাদত হোসেনের ছেলে মাদকাসক্ত শামছুল শেখের স্ত্রী প্রতিবেশী মৃত তমিজ উদ্দিনের মেয়ে উম্মে বেগমকে প্রায় মারপিট করত। ২০১৫ সালের ২৬ আগষ্ট শামছুল তার স্ত্রী উম্মে বেগমকে মারপিট করলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে স্ত্রীকে জোর করে গ্যাস ট্যাবলেট খাওয়ানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে নাটোর সদর হাসতালে ভর্তি করার পর সে মারা যায়। এব্যাপারে নিহতের ভাই ওসমান গণি বাদী একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে। সাক্ষ্য প্রমান শেষে আদালত আসামীর উপস্থিতিতে সোমবার এ রায় ঘোষণা করেন। আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম রায় ঘোষনার সত্যতা নিশ্চিত করে জানান, যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডাদেশের আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ