Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তানোরে বিনামূল্য কৃষি যন্ত্রপাতি বিতরণ

| প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোরের কলমা ইউপির অমৃতপুর আইএমএফ কৃষক সংগঠনকে বিনামূল্য কৃষি যন্ত্রপাতি (কম্বাইন হারভেষ্টার) বিতরণ করা হয়েছে। খামার যাস্ত্রিকিকরণের মাধ্যমে ফসল উৎপাদন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)-এর আওতায় নির্বাচিত কৃষক সংগঠনে কৃষি যন্ত্রপাতি বিতরণ কর্মসূচি। এ মেশিনের মাধ্যমে ধানের চারা রোপণ, ধান কাটা-মাড়াই ও প্যাকিং করা যাবে। বাজারে এই মেশিনের দাম ৩ লাখ ৭৫ হাজার টাকা।
জানা গেছে, কৃষি যন্ত্রপাতি বিতরণ উপলক্ষে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় অমৃতপুর আইএমএফ কৃষক সংগঠন চলতি বছরের পহেলা অক্টোবর রোববার অমৃতপুর দাখিল মাদরাসা চত্ত¡রে কৃষক সমাবেশ আয়োজন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধূরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা যুবলীগ সভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, কলমা ইউপি আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক রওশন হাবিব, ছাত্রলীগ নেতা ফয়সাল সরকার অমি, সহকারি উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা আলতাফ হোসেন, রোজনুজ্জামান রোকন ও কৃষক সংগঠনের সভাপতি নূরুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ সরকার হলো কৃষিবান্ধব ও কৃষকের সরকার। আওয়ামী লীগ সরকার বিদেশ থেকে বেশি দামে সার কিনে এনে ভর্তুকির মাধ্যমে পানির দামে কৃষকের মধ্যে সার সরবরাহ নিশ্চিত করেছে। এছাড়াও সেচ ভর্তুকি, বিনামূল্য কৃষি যন্ত্রপাতি ও কৃষি উপকরণ বিতরণ করে কৃষকের ভাগ্য উন্নয়নে সহযোগিতা করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ