Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা নারী ও শিশুদের সহায়তায় এগিয়ে আসুন -চুমকি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এম.পি বলেছেন, বাংলাদেশ এখন আর ভিক্ষার ঝুলি নয়। বাংলাদেশ এখন আর সাহায্য চায় না। বাংলাদেশ এখন আশ্রায় দাতা, সাহায্য দাতা। বিশ্ব শিশু দিবস ২০১৭ এর উদ্ভোধন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রোহিঙ্গা শরনার্থীদের প্রসঙ্গে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। যা সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। রোহিঙ্গা শিশুরা এই বয়সে যে নিষ্ঠুরতা দেখেছে এবং যে রকমের মানবেতর জীবন যাপন করছে তা তাদের মানসিক বিকাশের এক বিরাট প্রতিবন্ধকতা। তারা মানসিক ভাবে বিপর্যস্ত। তাই রোহিঙ্গা শিশুদের সহয়তায় সমাজের সর্ব স্তরের মানুষকে এগিয়ে আসতে তিনি আহবান জানান। এবারের বিশ্ব শিশু দিবস ২০১৭ এর প্রতিপাদ্য ‘শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার।’
বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথা সাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, ইউনিসেফ বাংলাদেশের পরিকল্পনা শাখার প্রধান কার্লোস একাস্তা। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক আনজির লিটন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, শিশুদের অধিকার রক্ষায় সরকার সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু অভিভাবকদের অসচেতনতার কারনে অনেক ক্ষেত্রে শিশু অধিকার বেশী লঙ্ঘিত হয়। কিছু ক্ষেত্রে পিতা বা মা একাধিক বিয়ে করে এবং তাদের সন্তানদের খোজ-খবর রাখেন না সেই সুযোগে অপরাধীরা তাদের ব্যবহার করে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে অবশ্যই বাল্য বিবাহ মুক্ত করা হবে। বাল্য বিবাহের কারন হল দরিদ্রতা ও নিরাপত্তাহীনতা। সরকার এই দিকে লক্ষ্য রেখে কাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ