প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
লেগোভিত্তিক এনিমেশন অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্ম ‘দ্য লেগো নিনজাগো মুভি’। বব লোগান, পল ফিশার আর চার্লি বিন চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন। এই তিনজনেরই এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
ছয় কিশোর-কিশোরী- লয়েড (ভয়েস : ডেইভ ফ্র্যাঙ্ক), জে (কুমাইল নানজিয়ানি), কাই (মাইকেল পেনিয়া), কোল (ফ্রেড আর্মিসেন) যেইন (য্যাক উডস) এবং নিয়া (এবি জ্যাকবসন)। বাইর থেকে এরা সাধারণ স্কুলগামী। কিন্তু রাতে তারা দক্ষ নিনজা যোদ্ধা। তাদের প্রশিক্ষক মাস্টার উ (ভয়েস : জ্যাকি চ্যান)। শুধু নিনজা কৌশল নয় তারা তাদের দ্বীপ নগর নিনজাগোর নিরাপত্তার জন্য তারা অসাধারণ সব অস্ত্র আর যান ব্যবহার করে। তাদের প্রধান শত্রু হল অশুভ যুদ্ধবাজ গারমাডন (ভয়েস : জাস্টিন থেরু) যে আসলে লয়েডের বাবা আর মাস্টার উ’র ভাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।