প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
লচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবার থেকে বের হয়ে প্রযোজক, পরিচালক, শিল্পী, কলাকুশলীদের নিয়ে গঠিত চলচ্চিত্র ফোরামর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। গত সোমবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় সংগঠনটির। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। কমিটির ঘোষণাপত্রটি পাঠ করেন চিত্রনায়ক কাজী মারুফ। প্রযোজক নাসির উদ্দিন দিলুকে সভাপতি এবং কাজী হায়াৎকে সাধারণ স¤পাদক করা হয়েছে চলচ্চিত্র ফোরামের। নতুন এ সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, ড্যানি সিডাক, নাদের খান ও সেলফি খান। যুগ্ম-সাধারণ স¤পাদক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। সাংগঠনিক স¤পাদক এম ডি ইকবাল। সহ-সাংগঠনিক স¤পাদক মোহাম্মদ রমিজ উদ্দিন, সংস্কৃতি ও ক্রীড়া স¤পাদক ফারহান আমিন নতুন, দপ্তর স¤পাদক জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ কামরুজ্জামান কমল। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আব্দুল আজিজ, ওমর সানী, অমিত হাসান, কাজী মারুফ, নানা শাহ তারিক, শিবা শানু, বিদ্যা সিনহা মিম, ববি, বুবলী, ডি. জে. সোহেল, হাফিজুর রহমান সুরুজ, বড়–য়া মনোজিত ধীমান, সিরাজুল ইসলাম, অজিত নন্দী ও শাকিব খানকে। সংগঠনের চমক হিসেবে নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের নাম শোনা গেলেও কমিটিতে কোথাও দেখা যায়নি শাওনের নাম। কিন্তু এ অনুষ্ঠানের শুরু থেকেই উপস্থিত ছিলেন তিনি। উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকে অবাঞ্ছিত ঘোষণা করে চলচ্চিত্র পরিবার। এরপর চলচ্চিত্র পরিবারের সঙ্গে বিবাদে জড়ান শাকিব খান। সেই প্রেক্ষিতে তাকেও বয়কট করা হয়। একইভাবে কাজী হায়াৎসহ আরো বেশ কয়েকজন নির্মাতা ও শিল্পী নিয়ম না মেনে যৌথ প্রযোজনার পক্ষ নিয়ে জাজের সমর্থন দিলে চলচ্চিত্র পরিবারর সঙ্গে দ্ব›দ্ব-বিরোধ দেখা দেয় তাদের। সেই বিরোধের রেশ ধরেই এই নতুন সংগঠন। এমনটা মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।