Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান কৌতুক অভিনেতা সিদ্দিক

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

আগামী জাতীয় নির্বাচনে টাঙ্গাইল-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হতে চান টেলিভিশনের কৌতুক অভিনেতা সিদ্দিক। তিনি নিজ এলাকা মধুপুর ও ধনবাড়ী উপজেলা আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রার্থী। সিদ্দিক বলেন, মানুষের জন্য কাজ করতে চাই আমি সবসময়। যখনই সুযোগ পাই, কারও জন্য কিছু করার চেষ্টা করেছি। সেই ভাবনা থেকেই সংসদ নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা আমার অনেক দিনের। ক্ষমতাকে মানুষের কল্যাণে লাগিয়ে ভালো কিছু করতে চাই। এরইমধ্যে একটু একটু করে আমি প্রস্তুতি নিচ্ছি। সবকিছু ঠিক থাকলে আগামী নির্বাচনে অংশ নেব। তিনি বলেন, পারিবারিকভাবে আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রজীবনেও আমি রাজনীতির সঙ্গে স¤পৃক্ত ছিলাম। এবার আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা আছে। এখন পর্যন্ত ৩০টির বেশি জনসংযোগ করেছি এলাকায়। সবচেয়ে বড় কথা হচ্ছে, ২০০৭ সাল থেকে আমি সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ