প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী ঈশানা ও চিতনায়ক রিয়াজ আবারো নাটকে জুটিবদ্ধ হলেন। এর আগে কাঠগোলাপের শূন্যতা টেলিফিল্ম ও ঈদের একটি সাত পর্বের নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। অনেকদিন পর আবারও জুটি বেঁধে পিয়াসা নামের একটি নাটকে অভিনয় করছেন। এর চিত্রনাট্য ও রচনা করেছেন আমিনুল ইসলাম বাচ্চু। ঈশানা বলেন, পিয়াসা নাটকের নাম হলেও এখানে নির্দিষ্টভাবে কোনো চরিত্রের নাম পিয়াসা নয়। একটা সময় রিয়াজ ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়। গল্পের একটা পর্যায়ে দেখা যাবে অন্যরকম কিছু। ভালো লাগবে দর্শকের। তিনি বলেন, রিয়াজ ভাই আমার পছন্দের একজন নায়ক। তাছাড়া উনি খুব ভালো একজন মানুষ। গত বছর আমার ক্যারিয়ারে একটা বাজে সময় যায়। সেসময় আমি তার থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। একজন সিনিয়র শিল্পী হিসেবে তিনি সত্যি শ্রদ্ধার ব্যক্তি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।