রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা : পাবনার চাটমোহরে জরুরি অবতরণের সময় বেসরকারি কোম্পানির একটি হেলিকপ্টার দুর্ঘটনাকবলিত হয়েছে। এ সময় হেলিকপ্টারে থাকা পাঁচজন যাত্রীর মধ্যে একজন আহত হয়। রোববার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, বিকেলে ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া স্কয়ার এয়ার লিমিটেডের (ঝ-২-অঈঞ, জ ৬৬ ঞটজইওঘঊ) একটি হেলিকপ্টার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চাটমোহর পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন একটি ধানের খলায় জরুরি অবতরণের চেষ্টা করে। এ সময় তাড়াহুড়ো করে অবতরণের সময় যান্ত্রিক ত্রæটির কারণে হেলিকপ্টারটি মাটিতে পড়ে দুর্ঘটনাকবলিত হয়। এতে হেলিকপ্টারের দু’টি পাখা, প্রপেলর ও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের সহায়তায় হেলিকপ্টারে থাকা পাইলটসহ পাঁচজন যাত্রীকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বায়োজিদ উল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারে থাকা পাঁচ যাত্রীর মধ্যে রুবেল হোসেন (২৭) নামের একজন যাত্রী শুধু আঙুলে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর কর্মী ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আরোহীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। ঘটনার সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ায় বিভিন্ন বয়সী শত শত উৎসুক মানুষের ভিড় জমে ওঠে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।