Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাই-মলিয়াইশ ঝুঁকিপূর্ণ সড়ক

| প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

অর্ধলক্ষ মানুষের চলাচলে সীমাহীন দুর্ভোগ
মীরসরাই (চট্টগ্রাম) থেকে আমিনুল হক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা সদরের বুক চিরে বয়ে গেছে মলিয়াইশ সড়কটি। উপজেলার কয়েকটি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষের যাতায়াতের বিকল্পহীন সড়ক এটি। ইতোমধ্যে সড়কটির পশ্চিম প্রান্তের গ্রামীণ অংশ সংস্কার হলে ও পৌর অংশের প্রায় তিন কিলোমিটারজুড়ে ভাঙাচোরা, বিশালাকার গর্তসহ প্রায় পুরো রাস্তার চলমান হালে জনদুর্ভোগ চরমে।
নিত্য ভুক্তভোগী পথচারীরা জানায়, দীর্ঘদিন পর পৌর অংশের মাত্র আধা কিলোমিটার কাজ সম্পন্ন হলেও নাজিরপাড়ার শেষ প্রান্ত পর্যন্ত মীরসরাই পৌরসভা অংশের প্রায় তিন কিলোমিটার রাস্তাজুড়ে বড় বড় গর্ত, ভাঙাচোরা, কার্পেটিংসহ রাস্তার পাশ ধসে গিয়ে ঝুঁকিপূর্ণ বেহাল হয়ে আছে। অথচ এই রাস্তা দিয়ে ১০ নং মিঠানালা, ১১ নং মঘাদিয়া, উপক‚লীয় অঞ্চলের পার্শ¦বর্তি ইউনিয়নের বিশাল জনগোষ্ঠীসহ অন্তত অর্ধলক্ষ লোকের নিত্য যাতায়াত।
প্রতিদিনের যাত্রী মীরসরাই পৌর বাজারের দোকানি গ্রামের রয়েল দেওয়ানজী বলেন, প্রতিদিন সকালে আসি বিকেলে বাড়ি ফিরি, বিকল্প কোনো রাস্তা নেই তাই গর্তে ভরা রাস্তায় দুঃখ কষ্টে হলেও পারাপার করছি। আরো বেশি কষ্ট হচ্ছে মিরসরাই ডিগ্রি কলেজ, মিরসরাই আলীয়া মাদরাসা, পাইলট ও বালিকা বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীদের। নিত্য দুর্ভোগ আর ভোগান্তি সহ্য করে সবাই যাতায়াত করছে। এই বিষয়ে মীরসরাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী রাশেদ রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, পৌর অংশের বাইরে রাস্তাগুলো মোটামুটি ভালো আছে। পৌর অংশের খারাপ কয়েক কিলোমিটার অংশের দায়িত্ব আমাদের নয়। মিরসরাই পৌর প্রকৌশলী সমর মজুমদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই রাস্তাগুলোর উন্নয়ন প্রস্তাবনা পাঠিয়েছি। বরাদ্ধ পেলেই কাজ শুরু করা হবে। মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বলেন, পৌর এলাকার টেন্ডার হওয়া কিছু অংশে ঠিকাদারগণকে আমরা অবশিষ্ট কাজ বুঝিয়ে দেয়ার তাগাদা দিচ্ছি। বাকি এলাকা ও প্রকল্প প্রস্তাবনা দেয়া আছে। আশা করছি আগামী এক বছরের মধ্যেই কোনো রাস্তাঘাটই আর অমসৃণ থাকবে না। তবে ভুক্তভোগীরা বলছেন, কত কয়েক বছর ধরেই এমন আশার বাণী শুনছি; কখন ভোগান্তি লাঘব হবে সেটাই দেখার অপেক্ষায় আছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ