Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদের জমি দখল করে প্রভাবশালীর বাড়ির রাস্তা তৈরির অভিযোগ

| প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের খানখানাপুর বাজার জামে মসজিদের জায়গা দখল করে নিজ বাড়ির রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে এক আ’লীগ নেতার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে খানখানাপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আমিন মোল্লা খানখানাপুর জামে মসজিদের প্রায় চার শতাংশ জমি দখল করে সেখানে তার বাড়িতে যাওয়ার রাস্তা তৈরি করছে। গতকাল শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন রাস্তার উপর দাঁড়িয়ে কান্নাকাটি করছে এক ব্যক্তি কান্নার কারন জানতে চাইলে তিনি জানান তার নাম লিটন মল্লিক ওই স্থানে তার বাবার আমল থেকে প্রায় ৩৫ বছর যাবৎ মুদি দোকান চালিয়ে সংসার চালাচ্ছেন তিনি, এমতাবস্থায় তার দোকান সরিয়ে নেওয়ার জন্য হুমকি দিয়েছেন প্রভাবশালী আমিন মল্লিক। স্থানীয়রা জানান, আ’লীগের ওই নেতা এতই প্রভাবশালী যে কেউ ভয়ে মুখ খুলছে না, কেউ কিছু বলতেও সাহস পায় না। খানখানাপুর জামে মসজিদের সভাপতি ইব্রাহিম সর্দার জানান, প্রভাবশালী এক চেয়ারম্যানের বোন বিবাহ করে অনেক টাকা পয়সা খরচ করে আমিন মল্লিক আ’লীগ নেতা হয়েছেন। আমি ঢাকায় ছিলাম এসে শুনি সে জোর করে মসজিদের সাধারণ সম্পাদক হয়েছেন। মসজিদের যখন আটখান টিন দিয়ে তৈরি করা হয়েছিল তখন থেকে আমি সভাপতি। মসজিদের জায়গায় দুটি গরিব লোক দোকান করে খায় তাদের পেটে লাথি দিয়ে বাড়ির রাস্তা তৈরি করছে। আমরা কিছু করতে পারি নাই দেখেন আপনারা কলমের দ্বারা কিছু পারেন কিনা। এ বিষয়ে অভিযুক্ত আমিন মোল্লার মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ