Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা প্রশ্নে চীন ও রাশিয়ার ভূমিকায় হতাশ ওয়ার্কার্স পার্টি

| প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 স্টাফ রিপোর্টার : রোহিঙ্গা প্রশ্নে চীন ও রাশিয়ার ভূমিকায় হতাশা প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল শনিবার পার্টির পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির বিবৃতিতে এ হতাশা প্রকাশ করা হয়।

দলটির পলিটব্যুরোর সদস্য কামরূল আহসান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, মায়ানমার থেকে রোহিঙ্গা বিতাড়নের জন্য সেখানে সংঘটিত সহিংস আক্রমণকে দায়ী করা কেবল একদেশদর্শী মন্তব্য নয়, বরং রোহিঙ্গাদের ওপর পরিচালিত গণহত্যাকে ন্যায্যতা প্রদানের শামিল। এটা আজ বিশ্বস্বীকৃত যে মায়ানমারের রাখাইন রাজ্যে সেদেশের সেনাবাহিনী জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে।
বিবৃতিতে আরো বলা হয়, পরিস্থিতি এতই অস্বাভাবিক যে তাকে আড়াল করতে মায়ানমার সরকার ওই রাজ্যে জাতিসংঘের কোনো প্রকার প্রতিনিধি বা সাহায্য পাঠানোর সব অনুরোধকে অস্বীকার করে চলেছে। চীন ও রাশিয়ার মতো বৃহৎ শক্তির এই সত্যকে অস্বীকার করা বাস্তবতাকেই অস্বীকার করা।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সকল প্রকার সংযম প্রদর্শন করে কূটনৈতিক পন্থায় দ্বি-পাক্ষিকভাবে এই সংকটের সমাধানের জন্য প্রথম থেকেই চেষ্টা করে যাচ্ছে। কিন্তু দীর্ঘ এক মাসে এটা স্পষ্ট যে আন্তর্জাতিক উদ্যোগ ও হস্তক্ষেপ ছাড়া মায়ানমার সরকারকে কোনো কথা শোনানো যাবে না।
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতিসংঘে পেশ করা পাঁচ দফা সুপারিশের প্রতি সমর্থন জানিয়ে বলা হয়, মায়ানমার কর্তৃক কফি আনান কমিশনের সুপারিশেও একই কথা প্রতিফলিত হয়েছে।
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে শরণার্থী রোহিঙ্গাদের দুর্দশা মোচনে যেসব দেশ, এমনকি চীনও, যে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে তার জন্য তাদের ধন্যবাদ জানান হয়। এটা কোনক্রমেই যথেষ্ট নয়, মায়ানমারের রাখাইনে জাতিগত নির্মূল অভিযানসহ সব সহিংসতা বন্ধ করা ও সেখানে একটি নিরাপত্তা পরিবেশ ফিরিয়ে এনে সব রোহিঙ্গাদের নিজ এলাকায় ফিরে যাওয়া ও নাগরিকত্বসহ সকল প্রকার অধিকারের নিশ্চয়তা প্রদানে যথোপযুক্ত ব্যবস্থা করার মধ্যেই এর সমাধান বের করতে হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ