Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিদ্ধিরগঞ্জে ফটো সাংবাদিক সোহেল রানার পিতার কুলখানি অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সিদ্ধিরগঞ্জ উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার ক্রীড়া সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিউনিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহেল রানার পিতার কুলখানি অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জের আজিবপুর মাজারস্থ নিজ বাড়িতে গতকাল শনিবার দুপুরে এ উপলক্ষ্যে এক মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এসময় মরহুম নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত কুলখানি অনুষ্ঠানে নারায়ণগঞ্জ থেকে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কথা পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল সিদ্দিকী, দৈনিক কালের চিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল গাজী, দৈনিক ভোরের কথার সহ সম্পাদক সেয়দ মোঃ গোলাম সবুজ, দেশের আলো পত্রিকার ফটো সাংবাদিক এম এ কাইয়ুম। সিদ্ধিরগঞ্জ থেকে সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম নয়ন, আরটিভির সাংবাদিক শাহাদাত হোসেন স্বপন, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সমকালের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহজাহান জনি, দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ শাওন, ফটো সাংবাদিক তারভীর সিদ্দিকী, ফটো সাংবাদিক তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা আঞ্চলিক শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বেপারী, আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী আনোয়ার হোসেন, থানা আওয়ামী লীগ সদস্য বাদল মেম্বার, যুবলীগ নেতা ফারুক, কাশেমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার শিক্ষক ও ছাত্রবৃন্দরা উপস্থিত ছিলেন। কুলখানি উপলক্ষ্যে কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ