Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয়তাবাদী হেল্পসেল গুম, খুন হওয়া ৬ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

| প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : বিগত দিনে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বিএনপির নেতৃত্বে আন্দোলন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গুম, খুন ও নির্যাতনের শিকার ৬টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্পসেল। গতকাল (শনিবার) বিকেলে এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। তিনি ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুবলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি হামিদুর রহমান হামিদ, ছাত্রদলের সহসভাপতি নাজমুল হাসান প্রমুখ। আর্থিক সহায়তা প্রাপ্তদের মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুর রাজ্জাকের পরিবার, রাজশাহীর চারঘাট উপজেলা সলুয়া ইউনিয়নের মজির উদ্দিনের পরিবার, চট্টগ্রাম মহানগর যুবদলের হুমায়ুন কবিরের পরিবার, গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মরহুম দিদারুল আলম দিদারের পরিবার, ঢাকা মহানগীরর বংশাল থানা ছাত্রদলের সহসভাপতি মো: সোহেলের পরিবার এবং বগুড়ার শেরপুর উপজেলার শাহবগেন্দী ইউনিয়নের ছাত্রদল নেতা মো: সোহেল রানার পরিবার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ