প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: একমাত্র মেয়ে সায়রাকে নিজের কাছে রাখার অধিকার চেয়ে পারিবারিক আদালতে মামলা করেছেন অভিনেত্রী বাঁধন। গত ৩ আগস্ট এই মামলা দায়ের করেছেন তিনি। বাঁধন জানান, মেয়ের বাবা হিসেবে প্রায় সময়ই সায়রাকে তার বাসায় নিয়ে যায় আমার প্রাক্তন স্বামী সনেট। কিছুদিন বাবার কাছে থেকে আবার চলে আসে। স¤প্রতি সায়রা আমাকে জানিয়েছে, ওর বাবা ওকে কানাডা নিয়ে যাওয়ার কথা বলছে। আমি বিষয়টিতে বাঁধা দিতে গেলে সনেট বলে, প্রয়োজনে জোর করেই মেয়েকে কানাডায় পাঠাবে। বাঁধন বলেন, আমি চাই না আমার একমাত্র সন্তান দেশের বাইরে থাকুক। ওর জন্য আমি অনেক সংগ্রাম করেছি। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। তাই সায়রাকে আমার কাছে যেন রাখতে পারি সেজন্য মা হিসেবে আমার অধিকার পেতে মামলা করেছি। বাঁধন জানান, সায়রা বর্তমানে তার সঙ্গেই আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।