Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

পূজামন্ডপ পরিদর্শনে অ্যাটর্নি জেনারেল

| প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:১৬ এএম

স্টাফ রিপোর্টার : ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোন কাজ সরকার বরদাশত করবে না সরকার। দেশে হিন্দু-মুসলমান-খ্রিষ্টানসহ সকল নাগরিক যার যার ধর্ম পালন করবে, এতে যারা বাধা দেবে সেটা চরম অপরাধ। সরকার এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কঠোর অবস্থান নিয়েছেন। অতীতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে ধরনের হামলা-নির্যাতন হয়েছে, এখন তা অনেক কমে এসেছে। দুই- একটি ঘটনা ঘটলেও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
গত বৃহস্পতিবার মুন্সীগঞ্জের টুঙ্গীবাড়ী এলাকার কামিনীপালবাড়ী পূজামÐপ পরিদর্শনে গিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এসব কথা বলেন। তিনি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টুঙ্গীবাড়ি ইউনিয়নের ৩৩টি পুজামÐপ পরিদর্শন করেন। এ সময় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মো. আবু ইউসুফ ফকির, টুঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিনা আক্তার, এসিল্যাÐ মো.কাবিরুল ইসলাম খান, লৌহজংয়ের কনকসার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মুন্সীগঞ্জ জেলা পুজা উদযাপন পরিদষদের সভাপতি অজয় চক্রবর্তী, সংগঠনিক সম্পাদক পলাশ কুমার দে, অ্যাডভোকেট আবদুল আজিজ হাওলাদার বাদল, অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ মিয়া প্রমুখ। এ ছাড়াও কয়েকটি পুজামÐপ পরিদর্শনে অ্যাটর্নি জেনারেলের সহধর্মীনি বিনতা মাহবুবসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে অ্যাটর্নি জেনারেল আরো বলেন, পূজা শান্তিময় হোক। হিন্দু মেুসলীম সবাই ঐক্যবদ্ধভাবে চলবে, এটিই আমাদের আঙ্গীকার। সম্প্রতি বজায় রাখায় সবচেয়ে বড় কথা। প্রত্যেকের নিজস্ব রিতি রয়েছে সেগুলো বজাই রেখেই চলতে হবে। তিনি বলেন, ধর্ম যার যার রাষ্ট্রসবার এ কথা প্রধান মন্ত্রী শেখ হাসিনা যেমন বলছেন। তেমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বলে গেছেন। তাই এই আমিও বলবো ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্ম হলো বিশ^াস। আপনারা পূজার মাধ্যমে আনন্দ করছেন। আমরাও এই আনন্দের অংশিদার। আপনারা শান্তিপূর্ণভাবে পূজা উৎযাপন করবেন। সবাই সুখে শান্তিতে থাকবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ