বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এস এম রাজা, ঈশ্বরদী (পাবনা) থেকে
ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুন বেশি মালামাল বহনকারী ট্রাক চলাচলের কারণে ধ্বসে পড়েছে ঈশ্বরদী শহরের বকুলের মোড় থেকে আড়পাড়া-পতিরাজপুর হয়ে মুলাডুলি পর্যন্ত সড়কটির বেশ কয়েকটি অংশ। শুধু তাই নয়; দেবে গেছে সড়কটির দুই পাশের বেশির ভাগ জায়গা। এছাড়াও মাত্রাতিরিক্ত ওভারলোডিং এর কারণে বেশ কয়েকটি স্থানে তৈরি হয়েছে বড় ধরণের খানাখন্দের। এলাকাবাসীর পক্ষ থেকে বার বার অভিযোগ তোলা হলেও অবৈধ ক্ষমতার দাপটে তা ম্যানেজ করা হয়েছে। ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের পশ্চিম আড়কান্দিতে অবস্থিত ‘আর আর পি ফিড’ মিলের কারণে স¤প্রতি সংস্কার হওয়া অত্যন্ত সুদৃশ্য সড়কটির এমন বেহাল দশার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী। এর মধ্যে গত সপ্তাহে সড়কটির মুলাডুলি রেলগেট সংলগ্ন পয়েন্টে ওই ফিড মিলের অতিরিক্ত মালামাল বোঝাই একটি ট্রাক উল্টে নিরাপত্তা পিলারসহ অর্ধেক সড়ক পার্শ্ববর্তী খাদে ধ্বসে পড়লেও তার সংস্কারের কোন উদ্যোগই নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এছাড়াও পৌরসভার ৬নং ওয়ার্ডের বকুলের মোড় থেকে নারিচা মোড় পর্যন্ত সড়কটিও আর আর পি ফিড মিলের অতিরিক্ত মালামাল বোঝাই যানবাহনের কারণে নষ্ট হয়ে পড়েছে। ঈশ্বরদী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হাসেম বলেন, আর আর পি ফিড মিলের ওভারলোডিং যানবাহন চলাচলের কারণে সড়কটি ভেঙ্গে যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।