Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের অভিযোগে থানায় মামলা

| প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা : লোহাগড়ায় উপজেলার মাধবহাটি গ্রামের বাবুল মোল্যা নামের এক বখাটে যুবকের প্রেমে পড়ে পার্শ্ববর্তী সত্রহাজারী গ্রামের এক কিশোরী ধর্ষিত হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মাধবহাট গ্রামের ফুলমিয়ার ছেলে বাবুল মোল্যা পার্শ্ববর্তী সত্রহাজারী গ্রামের নূরজাহান বেগমের নাতনীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সেই সুবাদে গত ২৭ সেপ্টেম্বর বিকালে মোবাইল ফোনে ওই কিশোরীকে ডেকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে রাত ৮টার সময় একই গ্রামের গোলাম সরোয়ারের মেহগিনি বাগানে নিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। পরে ওই কিশোরী পথচারি ভ্যানচালকের সহায়তায় বাড়ী এসে সব বিষয় নানীকে বলে। বিষয়টি স্থানীয় মাতুব্বর জাহিদুর রহমান বাটুল, আলীম কাজী, মশিয়ার রহমান তাৎক্ষনিক মামলা করতে না দিয়ে নিজেরা মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে শুক্রবার বিকালে ওই কিশোরীর নানী নূরজাহান বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা জাহাঙ্গীর আলম জানান, ধর্ষিতা কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ