Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জমি-জমা সংক্রান্ত বিরোধে জের মঠবাড়িয়ায় দু’গ্রæপের সংঘর্ষে আহত ৩

| প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর)উপজেলা সংবাদদাতা : বসতবাড়ির সীমানা নির্ধারনকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুড়িরচর গ্রামে দুই গ্রæপের সংঘর্ষে উভয় পক্ষের ৩জন গুরুতর আহত। গুরুতর আহত ব্যবসায়ী আব্দুল কুদ্দুস হাওলার (৬৫), সৌদি প্রবাসী পুত্র মোস্তফা হাওলাদার (৩৫) এবং প্রতিপক্ষ কাজল রেখা (৪০)-কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, বুড়িরচর গ্রামের চাঁন মিয়ার পুত্র হাবিবের সাথে প্রতিবেশি সৌদি প্রবাসী মোস্তফার জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি ওই জমিতে মোস্তফা পিলার বসায়। বৃহস্পতিবার বিকেলে প্রতিপক্ষ হাবিব সীমানায় বসানো পিলার তুলে ফেললে দুই গ্রæপের মাঝে বাক-বিতান্ডা হয়। এসময় হাবিবেব পক্ষ নিয়ে প্রতিবেশি হারুন হাওলাদার মোস্তফা ও তার পরিবারের ওপর হামলা চালায়। এতে দুই গ্রæপই সংঘর্ষে জড়িয়ে পড়ে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম তারিকুল ইসলাম জানান, এঘটনায় দুই পক্ষই লিখিত অভিযোগ দাখিল করেছে। তদন্ত কওে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ