বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা : নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের বাড়িভাঙ্গা সরকারি খালের অবৈধ মাছ ধরার বাঁধ লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরা পারভীনের নেতৃত্বে উচ্ছেদ করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে অভিযানকালে বেশ কয়েকটি আড়াআড়ি বাঁধ ও ভেশাল জাল উচ্ছেদ করা হয়। এসময় মাছ ধরার বিভিন্ন উপকরণ ভেঙ্গে পুড়িয়ে দেয়া হয়। অভিযানকালে নলদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সায়েদুজ্জামান সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, লোহাগড়া উপজেলার সর্ববৃহত বিল ইছামতির সাথে নবগঙ্গা নদীর সংযোগ স্থাপন করেছে তিন কিলোমিটার দীর্ঘ বাড়িভাঙ্গা খাল। দেশীয় প্রজাতির মাছের উৎস্য হিসেবে খ্যাত খালটি স্থানীয় কতিপয় স্বার্থান্বেষী মানুষ আড়াআড়ি বাধ দিয়ে এবং বিভিন্ন কৌশলে ডিমওয়ালা মাছ, ছোট আকৃতির মাছ নিধন করে আসছে। যার কারনে দেশীয় প্রজাতির পুটি, স্বরপুটি, শোল, টাকি, কৈ, শিং, পাবদা, ফলই, গুইতে, বাইন, টেংরা, কাকলে সহ বিভিন্ন প্রজাতির মাছ হারিয়ে যেতে বসেছে। এলাকার শতাধিক মৎস্যজীবি বাড়িভাঙ্গা খালটি সারা বছর উন্মুক্ত রাখার দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা আওয়ামীলীগের সভাপতি বরাবর আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নের্তৃত্বে বাঁধগুলি অপসারণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।