Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

চকোরিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৩

৯ মাসে ২০৫টি আগ্নেয়াস্ত্র ২১শ’ গুলি উদ্ধার

| প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে কক্সবাজার জেলার চকোরিয়ার খুটাখালী থেকে ১৩টি আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব কর্মকর্তা মেজর মোঃ রুহুল আমিনের নেতৃত্বে গতকাল শুক্রবার সকালে খুটাখালী এলাকার বহলতলী গ্রামের চিংড়ী ঘের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ আইয়ুব আলী (২১), মোঃ আইয়াছ (২২) ও মোঃ আব্দুল হামিদ (২৩)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চিংড়ী ঘেরের কর্মচারীদের বসবাসের ঘর তল্লাশি করে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্রের মধ্যে রয়েছে ৪ টি ওয়ানশুটার গান, ৬ টি এসবিবিএল, ৩ টি কাটা রাইফেল এবং ৩০ রাউন্ড ১২ বোর কার্তুজ। এদিকে চলতি বছরের গতকাল পর্যন্ত ৯ মাসে র‌্যাবের অভিযানে ২০৫ টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে ৭.৬২ এসএমজি, একে-২২, এম-২ রাইফেল, চায়না রাইফেলসহ ভারী অস্ত্র ১৩ টি, অটোমেটিক সাব মেশিন কারবাইন (এসএমসি) ১টি, বিদেশী পিস্তল ১৭টি, দেশী পিস্তল ২টি, বিদেশী রিভলবার ৬টি, এসবিবিএল ৫৫টি, ডিবিবিএল ১টি, শর্টগান ১টি, ওয়ান শুটারগান ১০২টি এবং কাটা রাইফেল ৩টি। একই সময়ে র‌্যাব মোট ৩৩টি ম্যাগাজিন, ২ হাজার ১১১ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি ও কার্তুজও উদ্ধার করেছে। খুটাখালী থেকে গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ