বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের বিরুদ্ধে শ্রম আদালত ঢাকায় আদালত অবমাননা মামলা দায়ের করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২৩জন শ্রমিকের পক্ষে লাফার্জ পরিবহন শ্রমিক সংগ্রাম কমিঠির সভাপতি মো. খালেদ মিয়া ঢাকাস্থ মাননীয় শ্রম আপীল ট্রাইব্যুনালে এ মামলা (নং ৪/২০১৭ইং) দায়ের করেন। শুনানী শেষে বিজ্ঞ আদালত লাফার্জ কর্তৃপক্ষকে আগামি ১৫দিনের মধ্যে জবাব দেয়ার নির্দেশ প্রদান করেছেন। জানা যায়, দীর্ঘ ৫বছর যাবত লাফার্জের পরিবহন শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে আসছেন। শ্রমিকরা তাদের বেতন-ভাতাসহ ন্যায্য অধিকার আদায়ে আইনী লড়াইয়ে একের পর এক আদালতে রায় পাওয়া সত্বেও লাফার্জ কর্তৃপক্ষ তা- বাস্তবায়ন না করে নি¤œ আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত আপীল করে শ্রমিকদেরকে অশেষ হয়রানী করছেন। এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ কয়েক দফা আন্দোলন করেছেন। কিন্তু মামলাটি আদালতে বিচারাধিন থাকায় ২৩জন শ্রমিকের দাবি বাস্তবায়ন হয়নি। সর্বশেষ লাফার্জ কর্তৃপক্ষ উচ্চ আদালতের রায় অবমাননা করে ৫বছর থেকে কোন জবাব না দিয়ে নীরব ভূমিকা পালন করায় অবশেষে আদালত অবমাননা কনডেম মামলা নং ৪/২০১৭ইং দায়ের করা হয়। এতে লাফার্জের সিও রাজেশ কে সুরানা, এইচআর ডাইরেক্টর শরিফুল ইসলাম, প্ল্যান্ট ম্যানেজার ই.আর. কিম ও প্ল্যান্ট এডমিন এনামুল হককে আসামি করা হয়েছে। এছাড়া উচ্চ আদালতের রায় কার্যকর করতে বিশেষ অনুরুধ জানিয়ে লাফার্জসহ বিভিন্ন প্রশাসনিক মহলে চিঠি দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।