বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে রাজধানীর খ্যাতনামা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ । উদ্ধার হওয়া ওই ছাত্রের নাম সামসুল ইসলাম পিয়াল(১৬)। সে ওই শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ পুলিশ ফ্াড়ির কর্তব্যরত পুলিশ সদস্যরা বুড়িগঙ্গা নদী থেকে তার লাশ অজ্ঞাত হিসেবে উদ্ধার করে।
হাসনাবাদ নৌ-ফ্াড়ির ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম জানান, লোকমুখে খবর পেয়ে আমরা তার লাশ উদ্ধার করে বৃহস্পতিবার রাতে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করি। তার পরনে শুধু একটি জামা ছিল। সেই জামায় ওই স্কুল এন্ড কলেজের নাম লেখা একটি মনোগ্রাম ছিল। গতকাল (শুক্রবার) নিহত ওই ছাত্রের লাশের ময়না তদন্ত শেষে তার লাশটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয় । তিনি নিহত ছাত্রের শরীরে কোন আঘাতের চিহ্ন পাননি । তবে ময়না তদন্ত ও ভিসেরা রিপোর্ট না পাওয়া পর্যন্ত ওই ছাত্রের মৃত্যুর কারন এই মুহুর্তে বলতে পারবেন না। নিহত সামসুল ইসলামের বাবার নাম মোঃ হারুন অর-রশিদ। তাদের গ্রামের বাড়ি লক্ষীপুর জেলায়। সে মিরপুর আনসার ক্যাম্পের সরকারী কোয়ার্টারে পরিবারের সাথে থাকতো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।