Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুর সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

| প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুর অনিয়ম ও দুনীর্তির সংবাদ প্রকাশ করায় গতকাল শুক্রবার দুপুরে জন প্রতিনিধির বাড়ীতে দৈনিক লক্ষ্মীপুর কণ্ঠ পত্রিকার সম্পাদক ও দৈনিক মানককন্ঠের জেলা সংবাদদাতা রফিকুল ইসলামকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান ও তার বাহিনীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সৃষ্ট ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। আহত সাংবাদিক রফিকুল ইসলাম জানায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দূনীর্তি নিয়ে স্থানীয় দৈনিক লক্ষ্মীপুর কন্ঠ ও জাতীয় পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশ করা হয়। এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার দুপুরে চেয়ারম্যান আবুল কাশেম চৌধূরী মোবাইল ফোনে তার বাড়িতে ডেকে নেয়। এসব সংবাদ প্রকাশ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যান ও তার বাহিনীর সন্ত্রাসীরা সাংবাদিক রফিকুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন । এবিষয়ে ল²ীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধূরী নয়ন সাংবাদিকদের বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এমন কিছু হলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন জানান, অভিযোগ পেলে তদন্ত পৃর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ