Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

বন্যাদুর্গত এলাকায় কৃষি ও ক্ষুদ্র ঋণ দেয়া ব্যাংকগুলোকে ছাড়

| প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


অর্থনৈতিক রিপোর্টার : বন্যা দুর্গত এলাকায় ঋণ দেওয়া ব্যাংকগুলোকে সঞ্চিতি রাখার ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে স্বল্প মেয়াদি কৃষি ও ক্ষুদ্র ঋণের জন্য ব্যাংকগুলো আগের তুলনায় দেড় শতাংশ কম সঞ্চিতি রাখতে পারবে। বন্যা দুর্গত এলাকায় ঋণ বিতরণ উৎসাহিত করতে এই ছাড় দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) জারি করা একটি সার্কুলারে এই তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের বিআরপিডির মহাব্যবস্থাপক আবু ফারাহ মো. নাসের স্বাক্ষরিত ওই সার্কুলারে বলা হয়, ব্যাংকগুলোর স্বল্প মেয়াদি কৃষি ও ক্ষুদ্র ঋণ বিতরণের জন্য ১ শতাংশ সঞ্চিতি রাখতে পারবে। অর্থাৎ আগের তুলনায় দেশ শতাংশ কম রাখা যাবে। বন্যা দুর্গত এলাকায় যেসব ব্যাংক স্বল্প মেয়াদি কৃষি ও ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে সেসব ব্যাংকই এই সুবিধা পাবে। আগে স্বল্প মেয়াদি কৃষি ও ক্ষুদ্র ঋণের জন্য ২ দশমিক ৫ শতাংশ প্রভিশন (সঞ্চিতি) রাখতে হত।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ