Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বর্ণের দাম আরও কমার সম্ভাবনা

| প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


অর্থনৈতিক রিপোর্টার : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বাজার বিশ্লেষকরা। তারা বলছেন খুব শিগগির স্বর্ণের দর আউন্স প্রতি (২৮ গ্রাম) আবারও ১২০০ থেকে ১২৫০ ডলারে ( ৯৮ হাজার ৩৫২ থেকে ১ লাখ ২ হাজার ৪৫০) নেমে আসতে পারে। এমনটি হলে এর প্রভাব পড়তে পারে দেশের স্বর্ণের বাজারেও; দাম কমতে পারে আরও কয়েক দফা। কানাডা ভিত্তিক গণমাধ্যম কিটকো ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর প্রতি আউন্স স্বর্ণের মূল্য ছিল ১৩৬২ মার্কিন ডলার (১ লাখ ১১ হাজার ৬২৯ টাকা)। সে তুলনায় এ বছর চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত ৬ শতাংশ কমে হয়েছে ১২৮৫ ডলার ৩০ সেন্ট (১ লাখ ৫ হাজার ৩৪৩ টাকা)।
সোসিয়েট জেনারেলের ধাতব বিশেষজ্ঞ রবিন ভার এক মন্তব্যে জানান, গত বুধবার সকালে মূল্যবান ধাতুটি ১২৮৬ ডলার (১ লাখ ৫ হাজার ৪০০ টাকা) বিক্রি হয়। এর দর শিগগিরই ১২০০ থেকে ১২৫০ ডলারে ( ৯৮ হাজার ৩৫২ থেকে ১ লাখ ২ হাজার ৪৫০) নেমে আসতে পারে। আগামী মাসে বৈঠকে বসতে যাচ্ছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। বৈঠকে সুদের হার বাড়ছে না কমছে তা নিয়ে বাজারে উদ্বেগ রয়েছে। তবে এবার অনেকের কাছে পরিষ্কার নীতিনির্ধারকরা এবার সুদের হার বাড়াবেন না। মূলত একে কেন্দ্র করেই দর কমছে। চলতি সপ্তাহের শুরুতে দেশের বাজারে আরও একদফা স্বর্ণের দর কমানো হয়। বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) তথ্যানুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪৭ হাজার ৮২২ টাকা।

চৌদ্দগ্রামে রোহিঙ্গা মা ও ছেলে আটক
চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল শুক্রবার ভারত সীমান্তবর্তী জামপুর গ্রাম থেকে রোহিঙ্গা মা ও ছেলেকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন; বার্মার আইকাপ জেলার মন্ডু থানার নুরুল্লাপাড়া গ্রামের ছলিম উদ্দিনের স্ত্রী নার্গিস বেগম(২৫) ও ছেলে মোঃ রবি (৮)। শিবের বাজার বিজিবির নায়েক মোঃ সামছুল হক একটি জিডির মাধ্যমে রোহিঙ্গা মা ও ছেলেকে থানায় হস্তান্তর করেন। চৌদ্দগ্রাম থানার কর্তব্যরত অফিসার এএসআই শাহজাহান শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ