রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে বিষাক্ত ভিমরুলের কামড়ে একই পরিবারের যমজ দুই সহোদরসহ এক সপ্তাহে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা যায়, শুক্রবার উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউপির কহল্লা গ্রামের আবুল কালামের পুত্র হাসান আহমদ (৫) ভিমরুলের কামড়ে মৃত্যু ঘটে। বুধবার লাকড়ি সংগ্রহের সময় বিষাক্ত ভিমরুলের কামড়ে গুরুতর আহত হয় একই পবিারের চারজন। পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতেই হোসেন আহমদ (৫) মারা যায়। বৃহস্পতিবার এসআই আব্দুল ওয়াহিদ হোসেন আহমদের লাশ থানায় এনে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছেন। এদিকে এসআই প্রণঞ্জয় মৃত হাসানের লাশ শুক্রবার বিকেলে থানায় নিয়ে আসেন। এ ছাড়া ২৩ সেপ্টেম্বর কালারুকা ইউপির শঙ্করপুর (নজমপুর) গ্রামের মছকন্দর আলীর পুত্র আমির আলী (১৮) ও ২০ সেপ্টেম্বর উত্তর খুরমা ইউপির নানশ্রী (এলংগি) গ্রামের মফিজ আলীর পুত্র মনোহর আলী (৩৫) ভিমরুলের কামড়ে মৃত্যুবরণ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।