রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে তুচ্ছ ঘটনার জের ধরে দুই গ্রামের গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টায় পৌরসভার ভাজনামহল ও লেবারপাড়া গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিলেট পাল্প অ্যান্ড পেপার মিল হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র রাশেদ ও ইমনের মধ্যে হাতাহাতির জের ধরে রাতে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে আলমগীর-১ (২২), ফয়সল (৪০), সৌরভ (১৫) হাসান (২২), রুবাইয়াত (১৮), কয়েছ (৩৫), তুহিন (২০), সেলিম (২৫), রিপন (২৭), জসিম (২২), শরিফ (২২), পাভেল (৩২) আলমগীর-২ (২৪) সহ অর্ধশতাধিক লোক আহত হয়। এদের মধ্যে গুরুর আহত আলমগীর-১, কয়েস, তুহিন ও জসিমকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কালারুকা ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল হক, পৌর কাউন্সিলর ধন মিয়া, আছাব মিয়া, সাবেক কাউন্সিলর ইরাজ মিয়া, বিএনপি নেতা খায়রুদ্দিন বিষয়টি আপোষে নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।