Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব নেতৃবৃন্দ মিয়ানমারের বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন -স্বাস্থ্য মন্ত্রী

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির রোহিঙ্গা শরণার্থীদের জন্য ওষুধ ও খাবার সরবরাহ কার্যক্রম উদ্বোধনকালে

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আজ বিশ্ব নেতৃবৃন্দ মিয়ানমারের বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদপ্তরে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির উদ্যোগে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ওষুধ ও খাবার সরবরাহ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, নির্যাতিত রোহিঙ্গাদেরকে প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গীতে অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছেন। তাদেরকে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, মিয়ানমার সেনাবাহিনী তাদের নিজেদের নাগরিককেই হত্যা করছে। শুধু এখন না, শত শত বছর যাবত রোহিঙ্গারা তাদের নিজ ভ‚মিতে অত্যাচার, নিপীড়ণ, বৈষম্যের শিকার হচ্ছে। বাংলাদেশ সরকার তাদের আশ্রয় দিয়ে খাদ্য ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। অথচ তারা তাদের সরকারের কাছে কোনদিন স্বাস্থ্যসেবা পায়নি। ফলে তাদের শিশুরা অপুষ্টিতে ভ‚গছে। আমরা সেই শিশুদের টীকা দেওয়ার কাজ শুরু করেছি। তাঁর আহ্বানে সাড়া দিয়ে ওষুধ শিল্প সমিতি ওষুধ ও খাবার সহায়তা নিয়ে এগিয়ে আসায় মন্ত্রী সমিতির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় ওষুধ শিল্প সমিতির উদ্যোগে রোহিঙ্গাদের জন্য ২ কোটি টাকার ওষুধ ও ৭ লাখ টাকার শুকনা খাবার হস্তান্তর করা হয়। এছাড়া আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ কর্মসূচিতে সহযোগিতা করতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ কোটি টাকা নগদ অর্থ দেওয়ার প্রতিশ্রæতি ব্যক্ত করেছেন। এছাড়া ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল রোহিঙ্গা শিশুদের জন্য চার লাখ পোলিও ভ্যাকসিন এবং দশ লাখ মুখে খাওয়ার কলেরা ভ্যাকসিন বিতরণ করার প্রতিশ্রæতি দিয়েছে। তাঁরা প্রয়োজনে দীর্ঘমেয়াদেও ওষুধ এবং খাবার বিতরণে সহায়তা করবেন বলে অনুষ্ঠানে জানান।
অধিদপ্তরের মহাপরিচালক মে. জে. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ওষুধ শিল্প সমিতির মহাসচিব এ এস এম শফিউজ্জামান, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের সভাপতি মোসাদ্দেক হোসেন, ইনসেপ্টার ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে বৃস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জš§দিবসে দোয়া ও মিলাদ মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. কামরুল হাসান খান এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব ডা. এম এ আজিজ, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) ডা. মো. শহীদুল্লহ সিকদার, প্রো-ভিসি (প্রশাসন) ডা. মো. শারফুদ্দিন আহমেদ, প্রো-ভিসি (শিক্ষা) ডা. এএসএম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জš§দিবসে উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। সকাল ৮টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান কার হয়। সকাল সাড়ে ১১টায় সেচ্ছায় রক্তদান কর্মসূচী ও দুপুর ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



 

Show all comments
  • Sumon ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ৪:০১ এএম says : 0
    Amader samortho onusare amra help kore jete cai
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ