Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের আশ্রয় দান বাঙালি জাতির নৈতিক অবস্থানকে সুদৃঢ় করেছে -আলহাজ্ব নুরে আলম ভূইয়া

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : আরাকানে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ দলিল লেখক সমিতি গতকাল বৃহস্পতিবার সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এতে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব নূর আলম ভূইয়া। সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত মানববন্ধন চলাকালে নরসিংদী জেলাসহ সদর উপজেলা, শিবপুর, মনোহরদী, বেলাব, পলাশ ও রায়পুরা উপজেলা দলিল লেখক সমিতি, নকলনবীশ সমিতি ও ভেন্ডার সমিতি নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করে। মানববন্ধন কর্মসূচীতে বক্তৃতাকালে দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব নুরে আলম ভূইয়া বলেন, নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠিকে দেশের মাটিতে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালী জাতির নৈতিক অবস্থানকে উর্ধে তুলে ধরেছেন। এখন তাদেরকে পূনর্বাসনসহ তাদের জাতীয় অধিকার প্রতিষ্ঠা করে দিতে পারলে সেটি হবে আরেকটি মুক্তিযুদ্ধে বিজয়ের শামিল। তিনি বলেন, আমরা যখন ৩ বেলা খাই, রোহিঙ্গা তখন ৩ বেলা উপোষ থাকে। এটা মানুষ ও মানবতা হতে পারে না। আমরা খাবো, রোহিঙ্গারাও খাবে, এটাই মানবতা। রোহিঙ্গা পূনর্বাসনে বাঙালী জাতি প্রয়োজন হলে নিজেদের খাবার ভাগাভাগি করে খাবে। তবুও রোহিঙ্গা জনগোষ্ঠিতর মানবিক মর্যাদা ক্ষুন্ন হতে দেয়া যাবে না। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, দলিল লেখক নেতা সামসুলহুদা মুকুল, শাহিন সরকার, আলহাজ্ব সালাহ উদ্দিন, মোঃ নয়ন মিয়া। এছাড়া নরসিংদী সদর দলিল লেখক সমিতির, সভাপতি সাধারণ সম্পাদকগণ বক্তৃতা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ