Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরে ডিএফপির মহাপরিচালকের মতবিনিময়

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এর মহাপরিচালক মোঃ ইসতাক হোসেন দিনাজপুরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। তিনি স্থানীয় ৯টি দৈনিক পত্রিকার কার্যালয় পরিদর্শন করেন। গতকাল বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে সংবাদপত্রের বিভিন্ন দিক নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন ডিএফপির মহাপরিচালক মোঃ ইসতাক হোসেন। তিনি বলেন, দিনাজপুরের সংবাদপত্রগুলোর অবস্থা এবং সাংবাদিকদের সম্পর্কে অবগত হওয়ার জন্যই তিনি এসেছেন। ওয়েজ বোর্ড বাস্তবায়ন সম্পর্কে মহাপরিচালক বলেন, এটা পত্রিকা কর্তৃপক্ষ ও সাংবাদিকদের পেশাগত গুরুত্বপূর্ণ বিষয়। তবে ওয়েজবোর্ড বাস্তবায়নের কারণে বর্ধিতহারে বিজ্ঞাপনের অর্থ দেয়া হয়। কিন্তু পত্রিকা কর্তৃপক্ষ যদি ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিকদের বেতন ভাতা প্রদানে গড়িমসি করেন তাহলে লিখিত অভিযোগ পাওয়ার পর ডিএফপির ওয়েজবোর্ড মনিটরিং কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ডিএফপির মহাপরিচালক পরে স্থানীয় ৯টি দৈনিক সংবাদপত্র অফিস পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ