Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাকৃবিতে গভীর রাতে অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাকৃবি সংবাদদাতা : অগ্নিকান্ডে ভস্মীভ‚ত হয়ে গেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জব্বারের মোড়ের দুইটি দোকান। বুধবার রাত ১২ টার দিকে সংঘটিত ওই অগ্নিকান্ডে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দোকান কর্তৃপক্ষরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত প্রায় ১২ টার দিকে জব্বারের মোড়ের তুর্য্য মেডিকাল কর্ণারে আগুন লাগার সূত্রপাত ঘটে। এর পাশে থাকা বইয়ের সোহেল এন্টারপ্রাইজে ছড়িয়ে পড়ে আগুন। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ইউনিট সূত্রে জানা যায়, বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী এবং প্রক্টর অধ্যাপক ড.মো. আতিকুর রহমান খোকন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ক্ষয়ক্ষতির ব্যাপারে সোহেল এন্টারপ্রাইজের মালিক মো. সেহেল বলেন, অগ্নিকান্ডে দোকানের প্রায় ১০ লক্ষ টাকার বই এবং প্রায় দুই লক্ষ টাকার মোবাইল সামগ্রী নষ্ট হয়। অন্যদিকে ত্যুর্য মেডিকেল ফার্মেসীর মালিক মো. মোতালেব বলেন, তার দোকানের প্রায় ১৫ লক্ষ টাকার ঔষধ সরঞ্জাম নষ্ট হয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ