বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার আড়াই মাস পরও রাজশাহীর পবা উপজেলার যুবক রাহিদের খোঁজ মেলেনি। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি আবদুল্লাহ আল ফারুক ওরফে রাহিদ (২৭) নামের ওই যুবক পবার হরিপুর ইউনিয়নের কসবা গ্রামের মুক্তিযোদ্ধা জহির উদ্দিনের ছেলে। তার সন্ধান চেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান অপহৃত যুবক রাহিদের বোন মাহামুদা ইয়াসমিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৮ জুলাই সন্ধ্যায় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে রাহিদকে তুলে নিয়ে যায়। এর পর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। রাহিদের সন্ধান না পেয়ে গত ২০ জুলাই পবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু পুলিশ রাহিদকে খুঁজে পেতে ব্যর্থ হলে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গত ১ আগস্ট আদালতে অপহরণের মামলা করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে এখন পর্যন্ত রাহিদের কোনো সন্ধান মেলেনি। এ অবস্থায় চরম উৎকন্ঠার মধ্যে দিন পার করছেন। রাহিদের জীবন রক্ষায় বোন মাহমুদা তাকে দ্রæত উদ্ধারের দাবি জানান। সংবাদ সম্মেলনে রাহিদের মা নিলিমা বেগম, আরেক বোন মুর্শিদা ইয়াসমিন, ফুফু রোজিনা বেগম, বড় ভাই শাহিদ আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাইদুর রহমান, রাহিদের চাচা মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কামরুজ্জামান কামরু, ডেপুটি কমান্ডার এমদাদুল হক, সহকারী কমান্ডার আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।