বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : আওয়ামী লীগ নেতা পরিচয়ে পূজামন্ডপ দেখতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আইয়ূব খান নামে আমেরিকার ফ্লোরিডা আওয়ামী লীগের এক নেতা। গত বুধবার সন্ধ্যা রাতে নরসিংদী শহর এলাকার বীরপুর পূর্বপাড়া পূজামন্ডপ এলাকায় এই ঘটনাটি ঘটেছে। তবে তিনি তার সমর্থকদের পাল্টা প্রতিরোধে হামলা উতরে গেছেন বলে দাবী করেছেন আইয়ূব খান নিজেই। তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন, বুধবার বিকেলে তিনি তার ৩শতাধিক সমর্থক নিয়ে নরসিংদীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। রাত সাড়ে ৭ টায় তিনি বীরপুর পূর্বপাড়া পূজামন্ডপে বক্তৃতা করার সময় সন্ত্রাসীদের নেতৃত্বে লাঠি সোটা, রামদা ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূজা মন্ডপ এলাকায় গিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আইয়ুব খান কোথায় বলে চিৎকার করে খোজাখুজি করতে থাকে। এসময় তারা আশেপাশের বাড়ীঘরে বেড়ায় লাঠি সোটা দিয়ে আঘাত করতে করতে এলাকায় ব্যাপক ত্রাসের সঞ্চার করে। এসময় পূজামন্ডপের লোকজন তাকে এনক্লোজারের ভিতর বসিয়ে রাখে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পূজামন্ডপের ভিতরে ঢোকার চেষ্টা করলে আইয়ূবখান মোবাইল ফোনে ঘটনাটি পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছা পর্যন্ত সন্ত্রাসীরা চলে যায়। এব্যাপারে নরসিংদীর মেয়র কামরুজ্জামান কামরুলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনা একেবারেই মিথ্যা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।