Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

এমপি গোপালের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের ১টি নিষ্পত্তি অপরটির আদেশ সোমবার

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের বিরুদ্ধে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দায়েরকৃত দুটি অভিযোগের একটি প্রত্যাহারের মাধ্যমে নিস্পত্তি ও অপরটি’র আদেশ আগামী সোমবার প্রদানের তারিখ নির্ধারন। গত বুধবার বঙ্গবন্ধুর নামে করা কলেজের নাম পরিবর্তন করে নিজ নামে করার এবং বঙ্গবন্ধুর ছবির অবমাননা করার অভিযোগে যুবলীগ নেতা অজিবুল অভিযোগ দুটি দাখিল করেছিলেন। গত বুধবার ছিল শুনানীর ধার্য দিন। সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগটি ছিল আদালতপাড়াসহ জেলার সর্বত্র ছিল প্রধান আলোচ্য বিষয়। জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইন ২০০১ এর ৪ ধারা এবং দ:বি: আইনের ৫০০/৫০১ ধারায় দুটি অভিযোগ দায়ের করা হয়। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে নামকরণ, অভিযোগ-মামলাসহ যে কোন ধরনের মামলার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে ২০০১ সালের ৪ ধারাটি রহিত করা হয়। এক্ষেত্রে বঙ্গবন্ধু কল্যাণ ট্রাষ্টই সকল স্বিদ্ধান্তের এখতিয়ার রাখে। এ সম্পর্কে আদালত অভিযোগকারীর এডভোকেটের মাধ্যমে ব্যাখ্যা চাইলে বাদী ভুল শিকার করে অভিযোগটি প্রত্যাহার করে নেয়। অপরদিকে ৫০০/৫০১ ধারার অভিযোগটির আদেশ প্রার্থনা করায় আদালত আগামী সোমবার আদেশের দিন ধার্য করেন। এ ব্যাপারে এমপি গোপালের সাথে তার ষ্টেশনরোডস্থ কার্যালয়ে কথা বললে তিনি জানান, বিষয়টি আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ