Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

হজে গিয়ে ২৩ হাজী দুর্বিষহ জীবন কাটিয়েছেন

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সংবাদ সম্মেলনে শাস্তির দাবি
স্টাফ রিপোর্টার : হজে গিয়ে ২৩ হাজী বেসরকারী হজ এজেন্সি সিয়াম ওভারসীজের প্রতারণার শিকার হয়ে দুর্বিষহ জীবন কাটিয়েছেন। মর্ডান এয়ার ইন্টারন্যাশনালের মোয়াল্লেম প্রতারক শফিকুল ইসলামের মাধ্যমে এসব হাজী সিয়াম ওভারসীজের ব্যবস্থাপনায় হজে গিয়েছিল। হজ শেষে দেশে ফিরে ২৩ হাজী এ অভিযোগ করেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে ২৩ হাজীর পক্ষে মো. মিজানুর রহমান ও শেখ শরীফুল ইসলাম নামে দুই হাজী এ অভিযোগ তুলে ধরেন। সউদ আরবে নিয়ে হাজীদের সঙ্গে প্রতারণা ও হয়রানি করার অভিযোগ উঠেছে সিয়াম ওভারসীজ নামের একটি এজেন্সি এবং মর্ডান এয়ার ইন্টারন্যাশনালের প্রতারক মোয়াল্লেম শফিকুল ইসলামের বিরুদ্ধে।তারা বলেন, তাদের নিম্নমানের খাবার দেয়া হয়েছে। মোয়াল্লেম তাদের এক এজেন্সির নামে হজে পাঠিয়ে পরে আরেক এজেন্সির হাতে তুলে দেন। এছাড়া তাদের কাছ থেকে আদায় করা হয়েছে বাড়তি অর্থ। সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রতারক মোয়াল্লেম শফিকুল ইসলাম উন্নত বাসস্থান, মানসম্মত খাবার ও যানবাহনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলেও তা না করে হাজীদের সাথে জালিয়াতি করেছে।
অভিযোগকারীদের প্রতিনিধি মিজানুর রহমান সংবাদ সম্মেলনে জানান, তারা পাঁচ ভাই-বোন ও আত্মীয়সহ মোট আটজন মোয়াল্লেম শফিকুল ইসলামের মাধ্যমে হজে গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছিল শফিকুল, যার কিছুই তিনি রাখেননি। বিমানে ওঠানো থেকে শুরু করে হজের শেষদিন পর্যন্ত আমরা দুর্বিষহ জীবন কাটিয়েছি সউদী আরবে। মিজানুর বলেন, শফিকুল তার নিজের হজ এজেন্সি মর্ডান এয়ার ইন্টারন্যাশনালের নামের এজিন্সির মাধ্যমে হজে নিলেও পরে সিয়াম ওভারসিজ নামের আরেক এজেন্সির কাছে আমাদের হস্তান্তর করে দেন। খাবার, যাতায়াতসহ আনুষঙ্গিক বিষয়গুলো নিজেই দেখবেন বলে জানান। কিন্তু তিনি তা দেখেননি। শরীফুল বলেন, অস্বাস্থ্যকর খাবার খেয়ে তাদের দলের ২৩ জনই পেটের পীড়ায় ভুগেছেন। হাসপাতালেও যেতে হয়েছে কয়েকজনকে। আরেক ভুক্তভোগী শেখ শরীফুল ইসলাম জানান, মা-খালা ও আত্মীয়সহ তারা মোট পাঁচজন এবার হজে গিয়েছিলেন শফিকুলের মাধ্যমে। সে ‘আমাদের বলেছিল তিন তারকা হোটেলে রাখবে। তিন বেলা ব্যুফের খাবার পাওয়া যাবে। যাতাযাতের জন্য গাড়ি দেয়া হবে। অথচ আমাদের সাধারণ একটি বাড়িতে রেখেছে। অতি নিম্নমানের খাবার পলিথিনে করে দিয়ে যেত স্থানীয় ক্যাটারিংয়ের লোক। যাতায়াত করতে হয়েছে নিজেদের খরচে। তারা হাজীদের প্রতারণা ও জালিয়াতির কারণে সিয়াম ওভারসীজ ও মর্ডান এয়ার ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ