Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ইস্যুতে সরকার আন্তর্জাতিক সমর্থন আদায়ে ব্যর্থ -ড. মঈন খান

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন রোহিঙ্গা ইস্যুতে সরকার আন্তর্জাতিক সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে। আমাদের দাবি নতুন করে কুটনৈতিক কার্যক্রম চালিয়ে বার্মিজ সরকারে উপর চাপ সৃষ্টি করে প্রত্যেক রোহিঙ্গাকে তাদের বাড়ি ঘরে ফেরৎ পাঠাতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পুজা মন্ডপ পরিদর্শনের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ড. মঈন খান আরও বলেন, শুধু বিএনপি নয় দেশবাসীরও দাবি যারা বিপদে পড়ে, জীবনের ঝুঁকি নিয়ে, বাংলাদেশে প্রবেশ করেছে তাদের আশ্রয় দিতে হবে, তাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। এটা একটি ইমার্জেন্সি প্রিয়ড এবং জাতিসংঘের সহযোগিতায় আমাদের সেটা করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সম্পাদক জুলহাস মিয়া, জেলা বিএনপির সাবেক নেতা ফিরোজ হায়দার খান, ইঞ্জিনিয়ার মৃধা নজরুল ইসলাম খান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ